শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Sampurna Chakraborty | ৩০ জানুয়ারী ২০২৫ ২০ : ১২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মহমেডানে নাটক অব্যাহত। পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে ঘুরে গেল পরিস্থিতি। সিদ্ধান্ত বদলে মহমেডানের কোচ হিসেবে ফিরতে রাজি হয়ে যান আন্দ্রে চের্নিশভ। প্রেস রিলিজে এই খবর জানিয়ে দেওয়া হয়। বুধবার রুশ কোচের সঙ্গে আলোচনায় বসেন বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং। তবে মহমেডান কর্তাদের দাবি, আলোচনার পর তাঁদের কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার সকালে তাঁরা জানতে পারে, কোচ হিসেবে ফিরতে রাজি হয়ে গিয়েছেন চের্নিশভ। জানানো হয়, কোচ ১০ দিনের ছুটিতে গিয়েছেন। সামনেই দুটো মিনি ডার্বি। মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ। কিন্তু ডার্বির আগে কোচের এই আচরণ মেনে নিতে পারছেন না মহমেডান কর্তারা। কার্যনির্বাহী সভাপতি মহম্মদ কামারুদ্দিন বলেন, 'তিন মাস ধরে সমস্যা চলছে। ওনার ছুটি নেওয়ার হলে বা চলে যাওয়ার হলে আগেই কেন এই সিদ্ধান্ত নিলেন না? তাহলে আমরা কিছু ভাবতে পারতাম। সামনে দুটো ডার্বি আছে। এমন সময় কোন পেশাদার কোচ ছুটিতে চলে যায়? এই সময় ছুটি নেওয়া অপরাধ। প্লেয়াররা যদি এখন ১০ দিন ছুটি চায় তাহলে কী হবে? তাহলে পুরো বছরটাই ছুটি নিয়ে নিক।'
তিন মাসের বকেয়া বেতনের কথা উল্লেখ করে ১৫ দিন আগে ফিফাকে জানান মহমেডান কোচ। দুই ইনভেস্টর সহ ক্লাবকেও চিঠি দিয়েছিলেন চের্নিশভ। কিন্তু মহমেডানের সচিব ইশতিয়াক আহমেদ জানান, সেই চিঠির কথা তাঁরা জানতেন না। ক্লাবের কর্তাদের সঙ্গে ইনভেস্টরদের যোগাযোগের অভাবেই ডার্বির আগে কোচ নিয়ে বিবাদ। যা প্রকাশ্যে চলে আসে সাংবাদিক সম্মেলনে। বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক কুমার সিং ঘোষণা করেন, এবার থেকে ক্লাব সংক্রান্ত কথাবার্তা বলার অধিকার থাকবে শুধুমাত্র চার জনের। তাঁরা হলেন মহমেডানের সভাপতি আমিরউদ্দিন ববি, কার্যনির্বাহী সভাপতি মহম্মদ কামারউদ্দিন, বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক কুমার সিং এবং শ্রাচীর ডিরেক্টর রাহুল টোডি। তাঁরই হবেন ক্লাবের মুখপাত্র। প্রকাশ্যে এই ঘোষণায় চটে যান ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, 'ক্লাবে বসে আপনারা এইভাবে ঘোষণা করতে পারেন না। সচিবকে বাদ দিয়ে কিছু করা যায় না। সচিব হিসেবে আমার অধিকার আছে ক্লাব সম্বন্ধে কথা বলার।' এই একটি পর্ব ছাড়া বাকি সমস্যা মিটমাটের পথে।
ক্লাবের সঙ্গে ইনভেস্টরদের শেয়ার হস্তান্তরের সমস্যা মিটে হয়েছে। বৃহস্পতিবার শ্রাচীর অফিসে তিন পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক হয়। দীপক সিং জানান, সমস্যা মিটে গিয়েছে। আগামী দশ দিনের মধ্যে শেয়ার হস্তান্তর হয়ে যাবে। তবে ততদিন পর্যন্ত বেতনের অপেক্ষায় থাকতে হবে না ফুটবলারদের। বৃহস্পতিবার থেকে বয়েকা বেতন মেটানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এদিন থেকেই ফান্ড রিলিজ করে দেবে ইনভেস্টররা। শেয়ার হস্তান্তরে প্রসঙ্গে মহমেডান সভাপতি আমিরউদ্দিন ববি বলেন, 'আমরা সোসাইটি অ্যাক্টের মধ্যে পড়ি। সোসাইটি শেয়ার রাখতে পারে না। বাকি ক্লাবগুলো ট্রাস্টের মধ্যে পড়ে। এই নিয়ে একটা সমস্যা ছিল। মিটে গিয়েছে। ট্রাস্ট তৈরি হওয়ার পর তিন ভাগে শেয়ার ট্রান্সফার হয়ে যাবে। আশা করছি ১০-১৫ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।'
সোমবার এসজিএম ডাকা হয়েছে। সেখানেই এই বিষয়ে বাকি সদস্যদের জানানো হবে। সামনেই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে চের্নিশভের আচরণে বিরক্ত কর্তারা। কোচ প্রসঙ্গে বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং জানান, ফিফার নিয়ম অনুযায়ী কোচ নিজেকে 'সেলফ টারমিনেট' করেছে। তবে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হয়ে গিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন তিনি। দীপক সিং বলেন, 'তিন মাস ধরে সমস্যা চলছিল। কোচ ফিফার নিয়ম অনুযায়ী নিজেকে সেলফ টারমিনেট করেছেন। তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে। উনি ফিরতে তৈরি। আমরা শুধু ডার্বি নিয়ে ভাবছি না। পরের সাতটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই কোচ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পজিটিভ মনোভাব নিয়ে ফিরুক।' মস্কো থেকে ফোনে চের্নিশভ জানান, 'আমি এখন মস্কোয় আছি। পরিবারের সঙ্গে সময় উপভোগ করছি। নিজের ভবিষ্যৎ নিয়ে পরে ভাবব।' ফুটবলারদের পাশাপাশি ক্রিকেটারদের বেতনও বকেয়া ছিল। সেটা মিটিয়ে দেওয়া হয়েছে। এদিকে মহমেডানের ক্রিকেট সচিবের পদে ফিরলেন দীপক কুমার সিং। বিদায়ী ক্রিকেট সচিব অর্জুন ধাওয়ান সিএবি অ্যাপেক্স বডিতে প্রতিনিধিত্ব করবেন।
নানান খবর
নানান খবর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই